ঝালকাঠী প্রতিনিধিঃঝালকাঠির কাঠালিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান রনি সিকদার (৩০) ও সবুজ সওদাগর (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলতলা এলাকা থেকে গত শুক্রবার (২৪ আগষ্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি সিকদার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সিকদারের ছেলে। থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে হত্যা চাদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। রনি সিকদার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রার্সী।
কাঠালিয়া থানার অফিসার-ইন-চার্জ এম আর শওকত আনোয়ার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/ আলী হোসেন, এএসআই/ মাকসুদুর রহমান, এএসআই/ বিপ্লব মন্ডল, এএসআই/ নজরুল ইসলাম, এএসআই/ কবির হোসেন কাঠালিয়া থানার তালিকাভুক্ত ১ নং সন্ত্রাসী ১। মনিরুজ্জামান রনি সিকদার(৩০) পিতা- মোঃ আমজাদ সিকদার, সাং-পশ্চিম ছিটকী থানা- কাঠালিয়া জেলা- ঝালকাঠিকে বলতালা এলাকা হইতে গ্রেফতার করা হয় । লাল গেঞ্জি পরিহিত রনি সিকদার। তার বিরুদ্ধে নিম্নোক্ত মামলা আছেঃ- ১। কাঠালিয়া থানার মামলা নং-১০ জিআর-৭৩/১৫ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। ২। কাঠালিয়া থানার মামলা নং-১৫ জিআর-৫১/১৭ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬(২) পেনাল কোড। ৩। কাঠালিয়া থানার মামলা নং-০২ জিআর-৬১/০৮ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৮৫/৩৮০/৩৮৩/৫০৬ পেনাল কোড।
একই দিন উত্তর চেচরী এলাকা হইতে নাঃ শিঃ ৯৩/১৩ (কাঠা) ধারা-নাঃ শিঃ আইন এর ৯(৩) তৎসহ ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ওয়ারেন্টি আসামী সবুজ সওদাগর(৩৮) পিতা-চান্দে আলী সওদাগর সাং- উত্তর চেচরী থানা- কাঠালিয়া জেলা-ঝালকাঠিকে বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন