মোঃমনির হোসেন, ঝালকাঠী ঃ
ঝালকাঠি পৌর শহরে খাল উদ্ধার করার লক্ষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এ অভিযান শুরু হয়। শহরের বাঁশপট্টি খাল উদ্ধার এবং দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া। এ সময় জেলা প্রশাসক হামিদুল হক ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন। অভিযানে শহরের সামাজিক সংগঠন জাগো সেন্টারফর হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরাও অংশ নেয়। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের এই প্রধান খালটি দখলদারদের কবলে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। খালের দু’পাড়ে গড়ে ওঠা পাকা ও আধাপাকা ৭৯টি অবৈধ স্থাপনাকে স্ব-উদ্যোগে সরিয়ে নিতে এর আগে নোটিশ দেয়া হয়েছিলো। খালটি উদ্ধার করে প্রবাহ ফিরিয়ে দেয়াসহ অবৈধ স্থাপনা সম্পূর্ন উচ্ছেদ করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানায়, জেলা প্রশাসন।