ঝালকাঠী প্রতিনিধিঃ

ঝালকাঠীতে বিসিকের ডেপুটি ম্যানেজার জালিস মাহমুদ ঋনগ্রহীতা গোপাল চন্দ্র দে কে অকাথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ এনে ঝালকাঠী সদর থানায় একটি সাধারন ডাইরি করেন। ডাইরি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। জানাযায়, ঋন গ্রহীতা গোপাল চন্দ্রদে মেসার্স পৃথিবি ডট কম এর মালিক গত ৮ ই জুন ১৭ইং তারিখ ঝালকাঠি বিসিক ঋন কর্মসুচি প্রকল্প থেকে এক লক্ষ টাকা ঋন গ্রহন করেন। প্রকাশ থাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা কওে ঋন পরিষোধ করে যাচ্ছে। পরবর্তীতে আগষ্ট মাসে যখন কিস্তি পরিষোধ করিতে গেলে জুলহাস বলেন জুলাই মাসের কিস্তি দেননি বলে আপনার ২৭০০ টাকা জরিমানা হয়েছে । জরিমানার টাকা আমার হাতে দিবেন। কিস্তি ক্যাশে দিবেন। অনুপায় হয়ে গোপাল চন্দ্র দে দুই হাজার টাকা নগদ পরিশোধ করেন। দুই হাজার টাকার রশিদ চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকি দেন এমনকি তাকে জোড় পূর্বক তাকে অফিস থেকে বেড় করে দেন। বলেন হিন্দুরা তো ছাগলের চার নম্বর বাচ্চা।আরো জানান, ঋনের টাকা আনার সময় নগদ ৪৫০০ টাকা কেটে রাখেন। এ বিষয়ে গোপাল চন্দ্র দে গত ৪/১২/১৭ ইং চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প, শিল্প মন্ত্রী,সচিব শিল্প মন্ত্রণালয়, সচিব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প,আঞ্চলিক পরিচালক বিসিক খুলনা, জেলা প্রশাসক ঝালকাঠী,উপ-মহাব্যবস্হাপক বিসিক বরিশাল। এবং ঝালকাঠী সদর থানায় সাধারন ডায়েরী নং৪৮৭ তারিখ ৬/১২/১৭। এছাড়াও পিয়নের সাক্ষর জাল করে টাকা আত্বসাৎ করেন। এ বিষয়ে জালিস মাহমুদের কাছে জানতে চাইলে বিষয়টি সম্পুর্ন এরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন