ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুরে উপজেলায় আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে সরকারি আইনগত সহায়তা প্রধান কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অাজ শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের সভাপত্তিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।
উক্ত সভায় সরকারি আইনগত সহায়তা প্রধান কার্যক্রম বিষয়ক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ এনায়েত উল্লাহ, ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ মান্নান রসূল, জেলা গভট পিলিডার (জিপি) শ্রী তপন কুমার রায় চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মোঃ বদরুল মিল্লাত খোকন, রাজাপুর লিগ্যাল এইড প্যানেল আইনজীবি খাইরুল আলম সরফরাজ প্রমূখ। সভায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক বলেন, আমাদের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে অসহায়, দারিদ্য, নির্যাতিত, নিপিড়িত আইন সহায়তা দিয়ে মামলার জটিল সমস্যা সমাধার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করে কাজ করা হয়। তিনি এতে সকলের সহায়তার কামনা করেন ।
বিগত এক দশকের পরে রাজাপুর উপজেলায় আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে আইন সহায়তা প্রদানে এই প্রথম লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, ১ম যুগ্ন জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, , ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ সাইফুল আলম জেষ্ঠ্য বিচারিক হাকিম রুবাইয়া আমেনা, জেষ্ঠ্য বিচারিক হাকিম মোঃ সেলিম রেজা, সহকারী জজ (কাঁঠালিয়ার) শেখ আনিচ উজ্জামান, এপিপি সঞ্জিব কুমার বিশ্বাস, কবি মাহামুদা খানম সহ ২৫ জন লিগ্যাল এইড কমিটি সদস্যসহ রাজাপুর থানা পুলিশ, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় রাজাপুর মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সঞ্চালনা করেন। এর পরে উপজেলা চত্ত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *