ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠী রাজাপুরেশুক্র বার রাত ৭ঘটিকার সময় বাঘরী এলাকা থেকে ১ টি পিকাপে করে নলছিটি উপজেলা থেকে ২ টি গরু বাগেরহাটে যাবার পথে রাজাপুর বাঘরী বাজার এলাকার জনতার সন্দেহ হলে থানায় খবর দেন। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃশামসুল আরিফিন খবর পেয়ে ১ দল পুলিশ নিয়ে ২টি গরু, ১টি পিকাপ সহ সাইফুল ইসলাম (২০) পিতা মৃত আঃহালিম মল্লিক, উত্তরচাখার, বানারীপারা মোঃসাগর( ২৮)গাড়ির হেলপার পিতা মৃত ওয়াজেদ খান। সুমন মল্লিক (২০) ড্রাইভার তিন জনকে আটক করে।রাজাপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেন মামলানং ৫, ধারা ৩৭৯ পেনাল কোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন