এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে আটক করেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাফর উদ্দীন (২৪), বহিরগাছি গ্রামের মোমিনুর রহমানের ছেলে পিকুল হোসেন (২৬), সানবান্ধা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে ইদ্রিস আলী (২৩) ও রাখালগাছি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জাকিরুল আলম (২২)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটকৃতরা জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আটক করে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।