এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবুর মন্ডল (৪৫) নামে এক ব্যাংক কর্মকতার্র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি ঢাকায় সোনালী ব্যাংকের সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
উনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে। তার স্ত্রীসহ দুই ছেলে-মেয়েও করোনায় আক্রান্ত।
জানা যায়, গত ৭ জুন (রবিবার) তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার জ্বর-সর্দি, শ্বাসকষ্ট ও গলাব্যথা উপসর্গ ছিল। মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয়স্বজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *