এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, বিষয়খালী বাজার এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সেসময় দলের অন্যানো সদস্যরা পালিয়ে গেলেও আটক করা হয় শাহজালাল ও আশরাফুল আলম নামের ২ জনকে।
পরে তাদের দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি। তাদের বাড়ী সদর উপজেলার কানুহরপুর ও চান্দোরপুল গ্রামের। আটককৃতরা সস্ত্রাসীমুলক কর্মকান্ড করার জন্য সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে র্যাব।