এইচ এম ইমরান :

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ আনন্দ র‌্যালী করেছে। আনন্দ র‌্যালীতে জেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ কেসি কলেজ থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ২০০০’এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানায় বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *