এইচ,এম ইমরান, ঝিনাইদহ থেকে:
ঝিনাইদহ ডিবি পুলিশ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিল ও ৫শ’ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ দাউদ হোসেনের নেতৃত্বে বুধবার কোটচাঁদপুর পৌরসভাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে মাহফুজুর রহমান সিডল ও ইনামুল হক সনিকে ২৪ বোতল ফেনসিডিল সহ আটক করে।
এদিকে ঝিনাইদহ থানাধীন চাকলাপাড়া স্টাফ কোয়াটার জামে মসজিদের সামনে থেকে আফছার আলী ও লুৎফর রহমানকে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে ডিবি পুলিশ।
অন্যদিকে বৃহস্পতিবার ঝিনাইদহ পৌরসভাধীন প্রিন্স হসপিটলের সামনে থেকে শ্যাম দাসকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
সব মিলিয়ে ২৪ বোতল ফেন্সিডিল ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *