এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শান্তি বালা বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গান্না খাড়াগোদা সড়কের মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মাধবপুর দইঝুঁড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের স্ত্রী।
কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন জানান, দুপুরে ওই বৃদ্ধা গান্না থেকে নছিমনে (স্যালো ইঞ্জিত চালিত যান) করে নিজ গ্রামের বাড়ি দইঝুঁড়ি যাচ্ছিল। পথিমধ্যে মাধবপুর নামক স্থানে একটি মাছ বহনকারী পিকআপ নছিমনটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে মাটিতে পড়ে আহত হন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নছিমনটিকে ধাক্কা মারার পর পিকআপটি পলিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।