এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
বাংলাদেশ ডিজিটাল উদ্যোক্তা ফোরাম ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বিকেলে সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।মাগুরা জেলা কমিটি’র সভাপতি মুফতি মাহমুদ খান মুক্তির সভাপতিত্বে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার অধিকারীকে সভাপতি ও কালীগঞ্জ কাষ্টভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যানো সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুসাইদুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, স- সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মুজিবুল হক, প্রচার সম্পাদক খমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা খাতুন, নির্বাহী সদস্য আবু দাউদ, মিনহাজুল ইসলাম, আশরাফ আলী, তাসমিন নাহার রানী।আলোচনা সভায় জেলার ৬৫ টি ইউডিসির উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন।নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন মহল।