রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার বিকালে তান্ডব চালিয়েছে ঝড়ো হাওয়া। গাছপালা, কাঁচা পাকা স্থাপনা ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হয়ে পড়েছে পুরো এলাকা। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে সরেজমিনে দেখা যায় এমন তান্ডব। রাস্তার দুইধারে গাছা পালা ভেঙ্গে রাস্তা বন্ধ হয়ে পড়ে। ঘরবাড়ি ভেঙ্গে অসহায় হয়ে পড়েছে হোসেনগাও গ্রামের মকিমের ছেলে রুবেল, সাবের, মৃত ইব্রাহিমের স্ত্রী তহমিনা বেওয়ার মতো অনেকের ঘরবাড়ি ভেঙ্গে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। হোসেনগাও দাখিল মাদ্রাসার স্থাপনা ভেঙ্গে পড়েছে। ছাত্র ছাত্রীরা ক্লাশ করতে পারছেনা। এমপিও ভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। মাদ্রাসা শিক্ষকদের নিজস্ব অর্থায়নে চলছে প্রতিষ্ঠানটি। আর্থিক সহায় সম্বল না থাকায় সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা কামনা করলেন প্রতিষ্ঠান’র প্রধান শিক্ষক মোঃ মানিক।
ইউপি চেয়ারম্যান মাহবুব আলম আমাদের প্রতিনিধিকে জানান, ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থদের পাশে সকলকে দাঁড়ানোর আহবান জানান তিনি।