মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গীতে তৃর্ণমূল জনসংগঠন টঙ্গী শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান গতকাল টঙ্গীর কলাবাগান এলাকায় একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অফিস সংলগ্ন ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে টঙ্গী আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। তৃর্ণমূল জনসংগঠন টঙ্গী থানা শাখার সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ নেতা সাদেক হোসেন খানের সভাপতিত্বে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৃর্ণমূল জনসংগঠনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান শেখ, বিজয় বাংলা ডকমের ব্যবস্থাপনা পরিচালনাক পীরজাদা নোয়াব আলী, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা সুমন তাজ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হনুফা বেগম, হাজেরা বেগম, পারুল আক্তার, তানিয়া বেগম, টঙ্গী আধুনিক চক্ষু হাসপাতালের ডাক্তার ইয়াসিন উল্লাহ, মার্কেটিং অফিসার মোসা: শামিমা আক্তার কনা, তাজসিনুর রহমান প্রমুখ।
এ সময় তৃর্ণমূল জনসংগঠনের সাংগঠনিক সম্পাদক, আওয়ামীলীগ নেতা সাদেক হোসেন খান বলেন, আমার এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ চক্ষু সমস্যায় দিনের পর দিন ভুগছে। তাদের কথা চিন্তা করেই কলাবাগান বস্তি এলাকার সাধারণ মানুষের চক্ষু চিকিৎসার জন্য এই চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন