ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে অভিনব কায়দায় বাই-সাইকেলের টায়ারের ভিতরে এক কেজি গাঁজা সাজিয়ে নিয়ে যাওয়ার সময় উপজেলার নাওডাঙ্গা ব্রিজেরপাড় নামক স্থানে মৎস হ্যাচারীর পাশে আসা মাত্রই তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন নওদাবস গ্রামের এরফান আলীর ছেলে হাসেম আলী (২৬) ও খালিশা কোটাল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ছাবেদ আলী (৩২)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।