নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত থেকে একাধিক বস্তাভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ২৮ বিজিবি সুনামগঞ্জ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শনিবার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৮-এর টু এস সাব-পিলার হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে একাধিক বস্তাভর্তি পাঁচ ব্রান্ডের ১৫৯ বোতল বিদেশি মদ জব্দ করে।
রবিবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আতিয়ার রহমান বলেন, জব্দ করা বিদেশি মদের মূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা।
এদিকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জব্দ করা হলেও এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবির কোম্পানী কমান্ডার ও তার সঙ্গে থাকা বিজিবি টহল দলের সদস্যরা।