লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি জালাল উদ্দীন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লাল, লালমনিরহাট জেলা পুলিশের ট্রাফিক টিআই মনিরুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম মহশিন আলম।