ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ মে) বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দলবদ্ধ হয়ে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল। সে সময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয়কে আটক করে। আটক হৃদয় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া পিয়াজুপাড়া গ্রামের নাজিমউদ্দিনের ছেলে। ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার গোপালচন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতর্কিতভাবে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় নামে এক যুবককে আটক করা হয়। আটকের পর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *