ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রিয়া মনি ও তিথি কলি নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টায় পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের সিন্দূর্না নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত রিয়া মনি (৮) উপজেলার দস্তমপুর গ্রামের শ্রী রিপনের মেয়ে ও তিথি কলি (৫) শ্রী কবি চরণের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টা থেকে নিখোঁজ ছিলেন রিয়া ও তিথি কয়েক ঘন্টা ধরে খোঁজাখঁজি করে না পেয়ে মাইকিং করে তাদের পরিবার। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি ছোট পুকুরে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসীরা দেখতে পেয়ে উদ্ধার করে।
পীরগঞ্জ হরিপুর সার্কেল জোনের এএসপি মনজুরুল আলম, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থল পরিদর্শন করেছেন।