ঠাকুরগাঁও প্রতিনিধি :
জঙ্গীবাদী সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে জেলা যুবলীগ।
বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কূরাইশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপ-সম্পাদক বিশ^াস মতিউর রহমান বাদশা, সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামসুল আরেফিন নাইম, ফিরোজ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল।
বক্তারা এ সময়, দেশের জঙ্গীবাদী সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যা প্রতিরোধের জন্য সকল যুবক ভাইদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।