নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলার আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা
বুধবার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা সভাপতি রুদ্র মহন্তের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া।
এছাড়াও জেলা প্রতিনিধি হাসনা হেনা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী,এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্য, ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক প্রজ্ঞা বর্মন ও চাইল্ড পার্লামেন্ট সদস্য রাদ শাহামাদ ।