ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র্যালি শেষে শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী। অন্যান্যদেও মধ্যে বক্বব্য দেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীয়তায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।