ঠাকুরগাঁও প্রতিনিধি

” শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”
এ প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শেখ রাসেল দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
বুধবার ( ১৮ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বর হতে একটি বর্ণাঢ্য
র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া, কমান্ড্যান্ট ( পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও, মোঃ নাছির উদ্দিন যোবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন,
জেলা সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাক,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন, জেলা সহকারী তথ্য অফিসার এইচ.এম.শাহজাহান মিয়া,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
র‍্যালি ও শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি), পৌরসভা, আনসার ব্যাটেলিয়ান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
দিবসটি সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।

পাশাপাশি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন ও শিশু একাডেমীতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *