ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ বাসিয়াদেবী এলাকায় একজন ট্রাক শ্রমিকের বাড়িঘর উচ্ছেদ করায় এবং উচ্ছেদে বাঁধা দেওয়ায় দখলকারিদের মারধোর করার অভিযোগে ঠাকুরগাঁও-–ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিকরা। আজ বেলা সাড়ে ৩টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় অসংখ্য ট্রাক ও বাস (গাড়ি) আঁড়াআঁড়ি করে রেখে সড়ক অবরোধ করে তারা।এতে রাস্তার উভয় পার্শে শতশত গাড়ি আটকে পড়ে এবং সাধারন যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
পুলিশ জানায় ,ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিয়াদেবী এলাকায় দীপেন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তির প্রায় এক একর জমি ট্রাক শ্রমিক আসাদুল হক ও তার লোকজন দখল করে বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছিল।পরবর্তীতে জমির মালিক দীপেন্দ্র নাথ সহকারি কমিশনার(ভ’মি) এর আদালতে মামলা দায়ের করে।মামলায় আসাদুল হকের দখল জবরদখল হিসেবে প্রমানিত হলে আদালত তর্কিত জমির উপর নির্মিত বাড়িঘর উচ্ছেদের আদেশ দেয়। তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার একজন নির্বাহী ম্যজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মিত কয়েকটি কাঁচাঘর উচ্ছেদ করে। এসময় জবরদখলকারিরা পুলিশের সঙ্গে অসৎ আচড়ন করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এ খবর অন্যান্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ৩ টায় ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের ¤্রমিকরা শহরের পুরাতন বাসস্ট্র্র্যান্ড এলাকায় অসংখ্র ট্রাক ও বাস রাস্তায় আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার উভয় পার্শে শতশত বাস ট্রাক আটকে পড়েএবং সাধারন যাত্রীরা ভোগান্তির শিকার হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।