পেয়ার আলী : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণহারে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে |

৭ আগষ্ট ( শনিবার) সকাল ৯ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বসবাসরত মানুষদের ভোটার আইডি কার্ড দেখে করোনার টিকা প্রদান করা হয় |

পৌরসভা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫ টি জায়গায় এবং উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্নস্হানে বুথ স্থাপন করে করোনার টিকা প্রদান করা হয় |

সংশ্লিষ্টস্থানে বুথ থেকে রেজিষ্ট্রেশন করে পৌরসভার ৫ টি কেন্দ্রে ৬০০ জন করে ৩ হাজারও প্রতিটি ইউনিয়নে পরিষদ কেন্দ্রে ৬০০ জন করে ৪৮০০ জনকে টিকা প্রদান করা হয় | উপজেলার ১৩ টি কেন্দ্রে মোট ৭৮০০ জন মানুষকে গণটিকা প্রদান করা হয় |

এ সময় বাচোর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারনি নাসিমা জানান –সরকার ফ্রিতে করোনার টিকা দেয়ায় জনগন অনেক খুশি |
প্রত্যেক মানুষকে সরকারের এই ফ্রি করোনার টিকা দেয়া হোক এই কামনা করেন তিনি |

রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন —আমরা পৌরসভা এবং উপজেলার প্রত্যেক ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু করেছি |

এতে সাধারণ জনগন টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে | পর্যায়ক্রমে সকলেই টিকা পাবে |
টিকা গ্রহন করার পর অসুস্থ্যবোধ করছে এমন খবর এখনও পাওয়া যায় নি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *