ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে পৌরবাসির জনদূর্ভোগ লাঘবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আঞ্জুম আরা বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, ডা. আবু মো: খয়রুল কবীর, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, কাউন্সিলর রমজান আলী প্রমুখ।

সভায় পৌর শহরের রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন ও পরিকল্পিত বর্জ্যব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পৌর কর আদায় বৃদ্ধি কল্পে গৃহিত পদক্ষেপ, মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও ওয়ার্ড ভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, বস্তিবাসি, টি এন্ড টি প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *