নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানসহ ৫ জেলা প্রশাসক শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক ও পুরস্কৃত হয়েছেন।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট ডিস্ট্রিক্টি ইনোভেশন চ্যালেঞ্জে ২০২৩ এ প্রাথমিকভাবে বিভিন্ন জেলা প্রশাসন কর্তৃক ৮৯টি উদ্ভাবনী প্রস্তাবনা দাখিল করা হয়।
উক্ত দাখিল কৃত প্রস্তাবনাগুলো বিজ্ঞ বিচারকগণ যাচাই ও বাছাই পূর্বক বিভিন্ন বিষয়ে ৫টি জেলাকে
চূড়ান্তভাবে নির্বাচিত করেন। উদ্ভাবনী প্রস্তাবনার নামসহ জেলাগুলো হলো –
(১)স্মাট স্কুল বাস – চট্টগ্রাম, (২) ওয়ান স্টপ সার্ভিস ফর ট্যুরিষ্ট – কক্সবাজার,(৩) অগ্নি নির্বাপন ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা – ঢাকা,(৪)স্মাট খাদ্যশস্য মজুদ ব্যবস্থাপনা- ঠাকুরগাঁও,(৫)স্মার্ট ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা ম্যানেজমেন্ট সিস্টেম – পঞ্চগড়।
উল্লেখ্য যে, শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক -২০২৩
প্রদান অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিজয়ী জেলা প্রশাসনকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরষ্কার প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব এর দপ্তর, মন্ত্রীপরিষদ বিভাগের
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) তওহীদ আহমদ সজল স্বাক্ষরিত চিঠিতে ১৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উল্লেখিত ৫ জেলা প্রশাসককে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে টিমসহ উপস্থিত থাকার সদয় নির্দেশনা প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার অনুরোধ জানানো হয়।
এদিকে প্রকাশিত চিঠিতে জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক দাখিলকৃত ৮৯টি উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে বিজ্ঞ বিচারকদের দৃষ্টি অন্যতম সেরা প্রস্তাবনা “টিম ঠাকুরগাঁও” এর প্রস্তাবনা।
উক্ত প্রস্তাবনায় নির্বাচিত হওয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার সুযোগ্য জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান এবং তাঁর টিমকে অভিনন্দন জানান।
স্ট্যাটাসে তিনি আরো লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহন করেছেন জেলা প্রশাসক মহোদয়। এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন শুধু জেলা প্রশাসনের নয় তিনি মনে করেন এ অর্জন সকল ঠাকুরগাঁওবাসীর।