সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও::
জেলার পীরগঞ্জে ‘ঠাকুরগাঁও ফটোগ্রাফিক সোসাইটির’ উদ্দ্যোগে প্রথমবারের মত উপজেলা পর্যায়ে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ জীব ও বৈচিত্রের নানান ধরণের আলোকচিত্র এ প্রদর্শনীটিতে দেখা যায়। এতে করে মানুষ তার নিজ জেলা ও উপজেলা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে এবং আলোকচিত্র দর্র্শণের মাধ্যমে মনকে প্রাণবদ্ধ করতে পারবে।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘ঠাকুরগাঁও ফটোগ্রাফিক সোসাইটির’ সভাপতি- জালাল উদ্দীন, সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রতিনিধি আহমেদ আশফাক, সাংবাদিক-কাজী নুরুল ইসলাম, সানোয়ার হোসেন রুবেল, সবুজ আহম্মেদ সহ উপজেলার অলোকচিত্র প্রেমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং সংগঠনের সকল সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *