ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
গণতন্ত্র ও আইনের সুশাসন পূর্ণ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ৩ য় দিনের প্রতিবাদ কর্মসূচি করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
( ৩ জানুয়ারি ) বুধবার দুপুর ১২ টায় জয়পুরহাট আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সালামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, সদস্য এডভোকেট তানজির আল ওহাব সহ বিএনপি পন্থী আইনজীবীরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের পাতানো ও ডামি নির্বাচন বর্জন ও ভোটাররা আগামী ৭ তারিখে ভোটকেন্দ্রে না যায় এজন্য সবাইকে আহ্বান জানান।