মারুফ সরকার, ঢাকা ঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার (৭ ডিসেম্বর) বাদ যোহর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইয়াফেস ওসমান। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াসসহ অনেক নেতা কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *