স্টাফ রিপোর্টারঃ
রংপুর রেন্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য কুড়িগ্রাম জেলার উলিপুরের হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে হাবলু সরকারের বিশেষ চাহিদা সম্পন্ন কন্যার বিয়ের দাওয়াতে ও নব দম্পত্তিকে আশির্বাদ করতে গত বুধবার আগমন করেছেন। কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এসময় উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীর সরকার হাবলুর মেয়ে তিথী সরকার জন্মগত ভাবেই বিশেষ চাহিদাসম্পন্ন ( প্রতিবন্ধি) । বাবার হাত ধরেই রংপুরে চিকিৎসাকালীন সময়ে ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সংস্পর্শে আসে। সেই সুবাদে তিনি পিতৃস্নেহে তিথীর বিষয়ে খোজখবর রাখেন। চিকিৎসার পর তিথীর অবস্থার অনেক উন্নতি হয়েছে , মেয়ের বিয়েতে তিনি নিজ হাতে আশীর্বাদ করবেন এমন কথা দিয়েছিলেন তিথিকে। তাই সকল জল্পনা কল্পনা কে ছাড়িয়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে গতকাল বুধবার রাত ৯ টার দিকে উলিপুরের হাতিয়া এসে পৌছান তিনি।

রংপুর রেন্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য মহোদয়ের ব্যক্তিগত সফরে, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সহ অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) মেনহাজুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি-সার্কেল আল মাহমুদ হাসান , এএসপি ফারজানা হক সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার নিবাসী প্রবীর কুমার সরকারের বিশেষ চাহিদাসম্পন্ন কন্যা তিথি সরকারের সাথে একই উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ির আর এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক উজ্জল সরকারের সাথে শতকাল শুভলগ্ন সময় স্বন্ধ্যা ৬.৩০ মিনিটে মেয়ের পিতৃলয়ে বিবাহকাজ সুসম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ছারাও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে অতিথিদের অভ্যর্থনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *