জোবায়ের হোসেন খান, কিশোরগঞ্জ:
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক রুহুল আমিন এর বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার এর দাবীতে আজ বেলা ১১.০০ ঘটিকায় কিশোরগঞ্জে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বাসকপ), কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়৷ প্রবীণ সাংবাদিক রুহুল আমিন বাসকপ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্বে রয়েছেন। এক বিধবা মহিলার ত্রানের জন্য আহাজারি করিলে, সাংবাদিক রুহুল আমিন তা ভিডিও ধারণ করেন ও নিউজ করেন। এই কারণে স্থানীয় কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে এই মামলা দায়ের করে। মানব বন্ধনে কাঞ্চন শিকদার, আব্দুল কাদির, জোবায়ের, মুকরামিন খান প্রমূখ বক্তব্য দেন। তারা সাংবাদিক রুহুল আমিন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবী করেন।