এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উপর প্রশিক্ষণ কর্মশালায় (এনআইবিএম) যোগ দিতে জনতা ব্যাংক ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার শাখার ব্যবস্থাপক ভারতে গমণ করেছেন। এ উপলক্ষ্যে ভাটই বাজার শাখার ব্যবস্থাপক শাহিনুর ইসলাম ১০ মার্চ শুক্রবার সকাল ১০ টায় হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বন্দর থেকে বিমানযোগে ব্যাংলাদেশ ত্যাগ করেন। ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ভারতের পুনেই এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উপর প্রশিক্ষণ কর্মশালায় (এনআইবিএম) যোগদানের জন্য সারা বাংলাদেশ থেকে মাত্র ১১ জন ব্যবস্থাপক মনোনিত হয়েছেন। এর মধ্যে শৈলকুপার ভাটই বাজার শাখার ব্যবস্থাপক শাহিনুর ইসলামও মনোনিত হন। তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ ত্যাগের পূর্বেই তিনি গ্রাহক ও শুভ্যানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।