স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীর ডিপেরহাট বাজারের জমিতে পাকা ঘর করে হাটশেড নির্মানে বাধা প্রদান করায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে ইজারাদার।
জানাগেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে কৃষি পন্য উৎপাদনের অন্যতম স্থান হিসাবে লোকজনের উৎপাদিত পন্য সহজে বিক্রির জন্য ১৯৮২ সালে বেলদহ মৌজার ৬০ শতাংশ জমিতে এলাকার বিশিষ্টজনেরা ডিপেরহাট বাজার নামে একটি বাজার চালু করে। এখানকার কৃষি উৎপাদিত পন্য,তরিতরকারী পাইকারী কিনতে রাজধানী ঢাকা থেকেও লোকজন আসে বলে এলাকাবাসী জানান। বাজার কমিটির দাবীতে বাজারটির উন্নয়ন করে রাজস্ব আয় বৃদ্ধি করতে ২০১৬-১৭ অর্থবছরে ৪টি হাটশেড বরাদ্দ হয় এবং কুড়িগ্রামের লুৎফর রহমান বকসী নামে জনৈক ঠিকাদার কাজ পেয়ে ইতিমধ্যে দুটি হাটশেড নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এদিকে অপর দুটি হাট শেড নির্মানের স্থানে হাটশেডের পুর্ব প্রান্তে বেলদহ মৌজার মৃত বাবর আলীর পুত্র গোলজার হোসেন,মৃত আব্দুল হামিদের পুত্র মনজুরুল ইসলাম শামীম এবং মৃত আলেপের পুত্র শাহজাহান আলী গোপনে সরকারের অস্থায়ী লীজ দেখিয়ে শর্তভঙ্গ করে পাকা ঘর স্থাপন করে হাটশেড নির্মাণে বাঁধা দিয়ে আসছে। বিষয়টি নিয়ে কয়েকদফা বিভিন্ন ব্যবসায়ী মহল হাটশেডের জায়গা ছেড়ে অন্যত্র ঘর নেয়ার কথা বললেও তারা তা কর্ণপাত না করে সরকারী কাজে বাঁধা প্রদান করায় বাজারের ইজারাদার আনিছুর রহমান কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট জরুরী ব্যবস্থা গ্রহন করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইজারাদার আনিছুর রহমান জানান,তাদের অবৈধভাবে সরকারী স্থাপনা নির্মানে বাঁধা প্রদান করায় বাজারটির উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে এবং রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার আর ইজারাদারদের প্রতিবছর হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এলাকাবাসীর মোঃ তোরাফ চৌধুরী জানান,নজরুল ইসলাম নুরু,সহ অনেকে উক্ত ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাটশেড নির্মানের দাবী জানান। এ বিষয়ে হাটশেড ঠিকাদার লুৎফর রহমান বকসীর নিকট জানতে চাইলে তিনি জানান,হাটশেডের স্থানে তাদের পাকা ঘর নির্মাণ করে সরকারী কাজে বাঁধা দিয়ে আসায় ব্যবসায়ীকভাবে তিনি ক্ষতিগ্রস্ত। শীঘ্রই সরকারীভাবে ব্যবস্থা না নিলে নির্ধারিত সময়ের মধ্যে বাকী দুটি হাটশেড নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবেন কিনা বলতে পারছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান,জনস্বার্থে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে দ্রুত হাটশেড নির্মান করা জরুরী দরকার। তিনি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *