ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাত বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরঞ্জী ইউপি’র রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র ওসি শাহেদ আল মামুন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ছাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মৃত হাফিজারের ছেলে নুর মোহাম্মদ ওরফে বাবু (৩৬) বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবারে রাতে জেলার ধরঞ্জী ইউপি’র রতনপুরের নন্দইল এলাকায় সাত বোতল বিদেশী মদ উদ্ধারসহ ছাইফুল ইসলাম ও নুর মোহাম্মদ ওরফে বাবু নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।