মো জহুরুল ইসলাম।,নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারী ডিমলা উপজেলার
কাকাড়া বটতলী নামক স্থানের একটু পশ্চিমে পুকুর ধারে ইউক্যালেক্টর গাছের আড়ালে নিয়ে এক অটো ভ্যান চালক কে জবাই করে হত্যা করার চেষ্টা করে দূর্বৃত্তরা।

আহত ব্যক্তি হলো ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ১ নং ওয়ার্ড খলিল মেম্বারের পাড়া অটো ভ্যান চালক
মৃত্যু নেজা মামুদ এর ছেলে
আবুল হোসেন (৬০)ডাক নাম পান্ডা।

১১-০৬-২১ইং রাত আনুমানিক ১০ টার সময় ৪ জন মানুষ কাকড়া বাজার থেকে বটতলী যাওয়ার জন্য বলে ভিক্টিম প্রথমে রাজি হয়নি পরে খুব জবরদস্তি করায় তিনি রাজি হয়।

এর পর বটতলী নামক জায়গায় যাওয়ার পর দূর্বৃত্তরা
তাকে জবাই করার চেষ্টা করে

পথচারি আশায় প্রায় অর্ধেক জবাই করে তাকে ফেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

জানাগেছে তার অবস্থা আশংকা জনক, বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *