এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) :
আগামী ডিসেম্বরের মধ্যেই তৃনমূল পর্যায়ের যুদ্ধপরাধীদের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হবে। পরবর্তীতে নির্মিত সকল রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ লাখ ব্যয়ে আধুনিক ডিজাইনের বাড়ী নির্মানসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের স্বাতন্ত্র নকশার কবর নির্মাণ করা হবে, যা দেখলে বোঝা যাবে এটা মুক্তিযোদ্ধার কবর। বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, এলজিইডি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার শোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি প্রমুখ।
মুক্তিযোদ্ধা সমাবেশের আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শৈলকুপা, মহেশপুর ও হরিনাকুন্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন