কবি – সঞ্জয় কুমার পাল
****************************
ডিসেম্বর মাসটা এলেই আমার
মনটা আনন্দ ও বেদনায় ভরে,
যদিও বিজয় পেয়েছিলাম আমরা
আনতে কতো প্রিয়প্রাণ
গিয়েছিলো ঝরে।
পাক হায়নারা বাংলার জনপদে
নির্বিচারে চালিয়ছিলো গণহত্যা,
ধর্ষণ, লুণ্ঠন, অগ্নি সংযোগসহ
কতো বুদ্ধিজীবী করেছিলো হত্য।
সোনার বাংলা শ্মশান করতে
ওরা ছিলো বদ্ধ পরিকর,
শিশুর সম্মুখে মাকে ধর্ষণ করেছে
ওরা মানুষ নয়, ওরা বর্বর ।
কতো মুক্তিযোদ্ধা মুক্তির মন্ত্রে
জীবন করেছিলো পণ,
“জয় বাংলা” ধ্বনিতে মুখরিত করে
মেনে নিয়েছিলো সুখের মরণ।
কতো মায়ের বুকফাটা আর্তনাদে
বাতাস হয়েছিলো ভারী,
চারিদিকে শুনতাম কান্নার রোল
মর্মভেদী আহাজারি!
বিশ্ব বিবেক জাগ্রত হয়েছিলো
পাক বাহিনীর হয়েছিলো ভরাডুবি,
নয় মাসের গেরিলা যুদ্ধ শেষে
আকাশে উদিত হয়েছিলো মুক্তির রবি।
ডিসেম্বর এলেই তাই মুক্তির আনন্দ
আর স্বজন হারানোর ব্যথা,
মিশ্র অনুভূতি হয়ে স্মরণ করিয়ে দেয়
ন্যায়ের যুদ্ধ কখনো যায়না বৃথা।