স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৮ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লু ভুরুঙ্গামারী উপজেলা কমিটি গঠন কল্পে ভুরুঙ্গামারী নেট অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমদাদুল হক মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেসটিন সোস্যাল মিডিয়া ফোরাম -ব্লু”র সািবার টীমের সভাপতি এম,এ,মোতালিব,পিএসডি মামুনুর রশীদ ও বোরহান উদ্দিন এছাড়া ভার্চুয়াল বক্তব্য রাখেন ডেসটিনি সোস্যাল মিডিয়া-ব্লু সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন। পরে এমদাদুল হক মন্টুকে সভাপতি ও মনজুরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মামুনুর রশীদ, বোরহান উদ্দিন, আলেয়া খাতুন,সোহেল রানা, মোতালেব হোসেন,রফিকুল ইসলাম মোল্লাহ,আরিফুল ইসলাম,মোবারক হোসেন শাহীন,মিজানুর রহমান,আমিনুর রহমান হিরো ও সালেহা বেগম।