ঢাকা সংবাদদাতাঃ
বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান ও নীলফামারী জেলা আহ্বায়ক মো. ফরহানুল হক বলেছেন, জাতীয়তাবাদী শক্তির এক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আগামী দিনে ডেমোর-ডিমলার মানুষের নেতৃত্ব দিবেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। আর সেই লক্ষে ন্যাপ’র নেতা-কর্মীদের তৈরী হতে হবে। জনগনের কাছে এই কথা পৌছে দিতে হবে।
তিনি বলেন, ষড়যন্ত্র হবে, ভয়ের কিছু নাই। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে কোন আপোষ নাই। আপোষ হবে না। আগামী দিনের জন্য সৎ-যোগ্য নেতৃত্বই প্রতিষ্ঠিত করতে হবে।
বুধবার নীলফামারী জেলা ডোমার উপজেলার ডাক বাংলা মাঠে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ডেমোর উপজেলা কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডোমার উপজেলা বাংলাদেশ ন্যাপ আহ্বায়ক মো. আবদুর রফিক বাতেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাপ ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, নীলফামারী জেলা সদস্য মো. ওয়াহেদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব মো. মোফাক্কারুল ইসলাম পেলব, ডোমার উপজেলা ন্যাপ যুগ্ম আহ্বায়ক আনোয়ার ওয়ালিদ সাবু, জগবন্ধু রায়, রেজাউল ইসলাম, জামায়াতে উপজেলা সাবেক আমীর কাজী বাবলু, ডোমার উপজেলা প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর হোসেন, ডেমোর উপজেলা জাগপা সভাপতি মো. জাকিউল ইসলাম, সাংবাদিক রওশন রশিদ প্রমুখ।
মো. ফরহানুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। তারা আরও একটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। সহায়ক সরকার ছাড়া এদেশে আর কোন নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।