এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: কৃষিবিদ সীডের চেয়ারম্যান ড. আলী আফজাল গত ১৭ নভেম্বর ২০২২ ইং তারিখে থাইল্যান্ডে Central World কনভেনশন হলে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন যা APSA সম্মেলন নামে পরিচিত, APSA এর এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচনে সারা বিশ্বের সকল ভোটারদের বিপুল ভোটে ও সমর্থনের ভিত্তিতে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে নির্বাচিত হন।

APSA সারা বিশ্বের বীজ ব্যবসায়ীদের বিশেষ করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বীজ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ বিষয়াদি নিয়ে কাজ করে। নির্বাচিত হওয়ার পরে একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় APSA র নবনির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ড. আফজাল জানান, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। তিনি আরো বলেন APSA কর্তৃক আরোপিত সকল দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবেন এবং বিশেষ করে বাংলাদেশের বীজ শিল্পের স্বার্থ সংরক্ষনের সর্বাত্মক চেষ্টা করবেন। নির্বাচনের বিজয়ী হওয়ার জন্য তিনি সকল ভোটারদের বিশেষ করে বাংলাদেশের APSA প্রতিনিধিসহ সকল সদস্য, বিশ্বের সকল বীজ ব্যবসায়ী প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিনিধিরা ও কলিগরা তার জয় হবার ব্যাপারে যে পরিশ্রম করেছে তা সত্যি অতুলনীয় এবং কৃতজ্ঞ।

উল্লেখ্য ড. আলী আফজাল বাংলাদেশ কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা যেখানে প্রায় ৩৩টি সিস্টার কোম্পানী রয়েছে। তার নেতৃত্বের গুণের কারণে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি সম্পর্কিত কোম্পানিতে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণে কৃষিবিদ গ্রুপের ভূমিকা অতুলনীয়। এছাড়া তিনি বাংলাদেশ সীড এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন