খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা হতে ঢাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হওয়া নবীণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুর্ণমিলনী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস)।

গত ২ মার্চ (শনিবার) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) আয়োজনে ঢাবির ডাকসু সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ডুকাসের সভাপতি মুনতাছিম বিল্লাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আবু ওয়াদুদ, অর্থ মন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহ্ সালাউদ্দিন, যমুনা ব্যাংক লিমিটেডের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গৌরাঙ্গ সরকার সন্তোষ , কাস্টমস ইন্টেলিজেন্স ও ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রাজ্জাক রাজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সাফিয়ার রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ম্যানেজার গোলাম মোরশেদ সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ডাকসু সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য, ইউনাইটেড খানসামা সাধারণ সম্পাদক মোহাব্বত খানসহ ডুকাসের সদস্যগণ ও ঢাকা মেডিকেল, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *