বিপ্লব জলদাস বোয়ালমারী প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ২০০১ সালে যন্ত্রসঙ্গীতে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৩তম জন্মদিবস ১ অক্টোবর রোজ মঙ্গলবার।
বোয়ালখালী পৌরসভাস্থ শিল্পীর বাস্তুভিটায় সমাধী প্রাঙ্গণ ভাস্কর্য চত্বরে তাঁরই স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিন সকাল ১০টায় শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পীপুত্র শ্রী বাবুল জলদাস, সভাপতি অনুপম বড়ুয়া পারু, পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর কিংবদন্তি ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে
ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার তিনি পরলোক গমন করেন।