মো: নাজমুল হুদা মানিক ॥ তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামে নিতান্তই ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে মা বাবার একমাত্র ছেলে জুবায়ের হোসেন বাবু (২২) কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানাগেছে। তারাকান্দা থানা পুলিশ জানায়, প্রাইমারী স্কুলে বাচ্চাদের টিফিন তথা বিস্কুট বিতরনকে কেন্দ্র করে বংশগত দ্বন্দ্ব (খাঁ বাড়ি বনাম সরকার বাড়ি) তথা অহমিকার ফলস্বরূপ মা বাবার একমাত্র ছেলে জুবায়ের হোসেন বাবু (২২) কে ঈদের ঠিক আগের দিন নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারাকান্দা থানার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জুবায়ের হোসেন বাবু হত্যা মামলার বাদী হয়েছেন ছেলের মাতা মালা আক্তার। মামলা নং ২২, তারিখ ২৫/৫/২০ । মামলাটি তদন্ত করছেন তারাকান্দা থানার এআই সাইদুর রহমান। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামের মা বাবার একমাত্র ছেলে জুবায়ের হোসেন বাবু হত্যার ঘটনা সম্পর্কে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের সহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান মিয়া জানান, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহবাসীদের মধ্যে অপরাধ বিষয়ে চরম অধৈর্য্য ও অসহিষ্ণুতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সকলকে একটু মানবিক ও ধৈর্য্যশীল হওয়ার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন