নিজস্ব প্রতিনিধিঃ
“তারুণ্যের উদ্যোগে, একসাথে একযোগে” স্লোগানকে সামনে রেখে সামাজিক কার্যক্রম ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে একঝাক তরুণ তরুণী। গতকাল ১৩ নভেম্বর সন্ধ্যায় তারুণ্যের উদ্যোগ গ্রুপের টিশার্ট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তারুণ্যের উদ্যোগ নামে সেচ্ছাসেবী সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহুল ইসলাম রুশো ও সঞ্চালনা করেন মো: রাজিব শেখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন আনার উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ সহ মো:আবুল কালাম মাষ্টার ও মো: শরিফ শেখ সারহার জাহান পলাশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জহির সরকার রাতুল, সিফাত আলম, অপু, মাহাতাব, জুবায়ের, রাহিদ, সবুজ, আয়ান, তানিম, রবিন,ফরহাদ, রক্তিম, সিজান, জুনায়েদ খান, মারুফা, সম্পা, রুহি, আখি, সাথী, ঐশী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন, তারুণ্যের উদ্যোগ সংগঠনের মাধ্যমে রাজশাহীর তরুণ সমাজ দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। এই তরুণেরাই পারবে আধুনিক রাজশাহীর রূপকার এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের স্বপ্নের রাজশাহীকে মাদকমুক্ত তরুণ সমাজ উপহার দিতে। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, পরিচ্ছন্ন গ্রীন সিটি, ক্লিন সিটি রাজশাহীর সৌন্দর্যকে ধরে রাখতে এই তরুণ সমাজ কাজ করবে। সমাজে মাদকাসক্ত তরুণ সমাজকে ফিরিয়ে আনতে তারুণ্যের উদ্যোগ বিশেষ গুরুত্বারোপ করবে। এর জন্য সম্পূর্ণ বিনা খরচে তার নিজ ওয়ার্ডে মাদক নিরাময় কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *