তালাত মাহামুদ রুহান
কুড়িগ্রাম।
বাংলাদেশ ভৌগোলিক কারণে প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করবার জন্য আমাদের সারা দেশে বেশি বেশি বৃক্ষরোপণের প্রয়োজন । এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব। এজন্যই বৃক্ষ রোপণ উৎসব পালিত হোক নগরে, প্রান্তরে; প্রতি ঘরের অঙ্গন হয়ে উঠুক সবুজ।
‘চাই সবুজ পৃথিবী নব-প্রজন্মের তরে, আর নয় বৃক্ষ নিধন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই…’ স্লোগান সামনে রেখে আজ ২১ জুন শুরু হল টিম-তারুণ্যের উদ্যোগে রাজারহট উপজেলায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জুন মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পালিত হবে তারুণ্যের বৃক্ষ রোপণ উৎসব। এ উপলক্ষে টিম-তারুণ্য রাজাহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষ-উৎসবের শুভ উদ্বোধন করেন তরুণ্যের আহবায়ক আহসানুল কবির এবং হাকিম খন্দকার (পরিচালক সোনামনি কিন্ডার গার্ডেন ) উপস্থিত ছিলেন টিম-তারুণ্যের সদস্য মো রাকিব হাসান,মো সিহাব হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মুরাদ খান , ইছানুর, হেমায়েতুল্লাহসহ অনেকেই।