মোঃখলিলুর রহমান ,বিশেষ প্রতিনিধিঃ
এশিয়ান বাংলা নিউজ
বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ মনোনয়ন দেয়ার লক্ষ্যে সোমবার বিকেল ও মঙ্গলবার সকালে তৃনমুল পর্যায়ে ভোটাভোটির মাধ্যমে প্রার্থী বাচাই চুরান্ত করা হয়েছে। এ ভোটে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঐ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা ভোট প্রদান করেন। তালতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত এ ভোটাভোটিতে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাঃ তৌফিকউজ্জামান তনু সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক হাওলাদার ৩৩ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নে তার প্রতিদদ্বি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার পেয়েছেন ১৯ ভোট ও উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী পেয়েছেন ০৮ ভোট।
৪নং কড়ইবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন মোল্লা ৩০ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নে তার প্রতিদন্ধি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মাদ মাস্টার পেয়েছেন ১১ ভোট ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষ্ণকান্ত মাঝি পেয়েছেন ১০ ভোট।
৫নং বড়বগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর মিঞা আলম মুন্সি ৩১ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নে তার প্রতিদন্ধি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম হাওলাদার পেয়েছেন ২২ ভোট ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আলম কবির পেয়েছেন ১ ভোট।
২নং ছোটবগী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মুহাঃ তৌফিকউজ্জামান তনুকে সর্বসম্মতি ক্রমে কন্ঠভোটে চুরান্ত প্রাথী নির্বাচিত করা হয়েছে।
৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দারকেও সকল ভোটাররা কন্ঠ ভোটে চুরান্ত প্রার্থী নির্বাচিত করেছে।
তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবিউল কবির জমাদ্দার জানান, ৫টি ইউনিয়নের তৃনমুল ভোটারের ভোটে নির্বাতি প্রার্থীদের চুরান্ত তালিকা কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের নিকট পাঠানো হবে। সেখান থেকে যারা চুরান্ত মনোনয়ন পাবেন কেবল তারাই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।