মো নাজমুল হুদা মানিক ময়মনসিংহ :
দেশব্যাপী চলমান লকডাউনে করোনা দুর্গত ও ক্ষুধাপীড়িত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ জেলার করোনা দূর্গত ২৬০ জন তালিকাভুক্ত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন ও মাক্স বিতরণ করেন তিনি।

একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলার পরামর্শ দেন।স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা লাইনে দাঁড়িয়ে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১হাজার টাকা মূল্যমান জনপ্রতি চাল-১০ কেজি ,মসুর ডাল-১ কেজি, সয়াবিন-১ লিঃ, পিয়াজ -১কেজি, সেমাই-১প্যাঃ, চিনি-১ কেজি, লবণ-১কেজি, আলু-১কেজি ,হাত ধোয়ার সাবান-১ টি এবং মাক্স ১টি। জেলা প্রশাসক মোঃ এনামুল হক জানান প্রাথমিক পর্যায়ে জেলায় মোট ৪ হাজার করোনা দুর্গত সামাজিকভাবে অনগ্রসর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এই ত্রান সামগ্রী বিতরণ করা হবে।

উল্লেখ্য গতকাল্য নগরীর রমেশ চন্দ্র রায় রোডে ৩৫৬ জন যৌন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ।

সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম, মনোরঞ্জন বর্মন, সেগুফতা মেহনাজ সহ ম্যাজিস্ট্রেট বৃন্দ, সমাজ সেবা অধিদপ্তরের ডি ডি মোঃ ওয়ালীউল্লাহ আব্দুল্লাহ,জেলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ। তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন