।।জি এম রাঙ্গা।।
করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব জনিত কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়-এর আয়োজনে তেতুঁলিয়া উপজেলায় তিনশত স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) সকালে তেতুঁলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
এসময় ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুদুল হক, অধ্যক্ষ কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ইমদাদুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ ফরিদা বেগম ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
মানবিক সহায়তার মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিতরণ করা হয়।