জাগির হোসেন,নিজস্ব সংবাদদাতাঃ
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়
অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. শাহেদ
আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে
গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব-৯)। এসময় তার সাথে থাকা ৩শ’ ৬ পিস ইয়াবা
উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে ১ লাখ ২২
হাজার ৪শত টাকা হবে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে কদমতলীর
হুমায়ূন রশীদ চত্বর সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ
কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে
আটক করা হয়।
আটককৃত শাহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ
উপজেলার মোসকাপুর গ্রামের মৃত সরুজ আলীর
ছেলে।
র্যাব-৯’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন
উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের
একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক
ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত
আসামী ও উদ্ধারকৃত মাদক দক্ষিণ সুরমা থানায়
হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।